new_york_1

আন্তর্জাতিক ডেস্কঃ নিউইয়র্কে শনিবার বিস্ফোরিত বোমা ও ঘটনাস্থলের পাশ থেকে উদ্ধার হওয়া বোমা দুটোই প্রেশার কুকার বোমা ছিল।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার পৃথক খবরে বলা হয়েছে, দুটি প্রেশার কুকার বোমায় ডেটোনেটর হিসেবে মোবাইল ফোন ও ক্রিসমাস লাইট ছিল।
ম্যানহাটনের চেলসিতে বিস্ফোরণে ২৯ জন আহত হয়েছে।
এফবিআই জানায়, রোববার ব্রুকলিনে একটি যান থামানো হয়। তবে কাউকে গ্রেফতার করা হয়নি।
সংশ্লিষ্ট কর্মকর্তারা মার্কিন গণমাধ্যমকে জানান, পাঁচ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে এক মহিলা মুখপাত্র জানান, কারো বিরুদ্ধে এখনও চার্জ গঠন করা হয়নি এবং তদন্ত চলছে।
রোববার নিউজার্সিতে একটি চ্যারিটি রেসের পথে পাইপ বোমা বিস্ফোরণের পর ম্যানহাটনে এ বিস্ফোরণ ঘটে।
নিউজার্সির এলিজাবেথে একটি ট্রেন স্টেশনের কাছে পাওয়া সন্দেহজনক বস্তু পরীক্ষা-নিরীক্ষা করছে তদন্তকারীরা।
এলিজাবেথের মেয়র ক্রিস্টিন বোলওয়েজ বলেন, তার ও পাইপ মোড়ানো বস্তুটি একটি তাজা বোমা বলে বোমা নিষ্ক্রিয়কারী দলের ধারণা।
যুক্তরাষ্ট্রের দুটি গণমাধ্যমের সাংবাদিকরা জানান, ওই এলাকায় সোমবার একটি বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়।
নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো বলেন, সপ্তাহান্তে উদ্ধার হওয়া বোমার সঙ্গে বিস্ফোরিত বোমার মিল রয়েছে।
বোমাটি বিস্ফোরণস্থল থেকে চতুর্থ ব্লকে পাওয়া যায়। এরপর সেটি সরিয়ে নেয়া হয় এবং সুবিধাজনক সময়ে বিস্ফোরণ ঘটানো হয়।
এর আগে রোববার নিউইয়র্কের মেয়র বিল দ্য ব্লাসিও বলেন, ‘এটা কি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নাকি ব্যক্তিগত উদ্দেশ্যপ্রণোদিত তা আমরা জানি না?’
তিনি বলেন, ‘আমরা জানি বোমা বিস্ফোরণ হয়েছে। আমরা জানি, এটা খুবই গুরুতর ঘটনা। তবে এর উদ্দেশ্য কি তা জানতে আমাদের আরো অপেক্ষা করতে হবে।’
নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো বলেন, যেই বোমা পেতে রাখুক না কেন তাকে খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে।
পুলিশ জানিয়েছে, নিউইয়র্কের পরিবহণ কেন্দ্রগুলোতে প্রায় এক হাজার অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হচ্ছে।

 

 

B/S/S

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে