মারুফ সরকার ,বিনোদন প্রতিনিধি : গাজীপুরের মেয়ে মায়া মিতুর ইচ্ছা ছোটো পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করা। নিজের বর্তমান কাজ প্রসঙ্গে মায়া মিতু বলেন, ‘আসলে ছোটোবেলা থেকেই মিডিয়ার প্রতি আমার খুব আগ্রহ। সেই আগ্রহের রেশ ধরে আস্তে আস্তে কাজ শুরু করি। ইউটিউবে কাজ গুলো প্রকাশ হওয়ার পর চারদিক থেকে প্রচুর সাড়া পাই। আসলে যে কোনো কাজের সাড়াটাই হচ্ছে আসল অণুপ্রেরণা। এখন বেশি কাজ করছি ইউটিউব কেন্দ্রিক নাটক-শর্টফিল্ম গুলোতে। এর বাইরে দুয়েকটি টিভি নাটকও রয়েছে। নাচেও অংশ নিয়েছি বিটিভির ম্যাগাজিন” অল্প স্বল্প গল্প ” অনুষ্ঠানে । কাজ করেছি দিপু হাজরা পরিচালিত ধারাবাহিক নাটক,” ইসলামের কথা ” তে । খুব শিগগিরই কাজ করবো আরও কয়েকটি ধারাবাহিক নাটকে । সব মিলিয়ে চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু করার। বাকীটা আসলে দর্শকদের হাতে।’

তিনি আরো বলেন, নায়িকা নয়, আমি চাই একজন ভালো অভিনেত্রী হিসাবে দর্শকদের মাঝে আমকে তুলে ধরতে আগ্রহী ।

এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো ‘আমরা সবাই রাজা’, ‘বিবাহ’, ‘মিনার বিয়ে’ ‘লজ্জা’, ‘কান্না’, ‘পর কখনো হয়না আপন’ ইত্যাদি। ঈদুল ফিতরে প্রচার হবে নাটক ‘মামা ভাগ্নে ৪২০’ ও ‘ইয়াবা কন্যা ২’।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে