nijeria

আন্তর্জাতিক রিপোর্টঃ নাইজারে মালির একটি শরণার্থী শিবিরের কাছে সামরিক ফাঁড়িতে এক হামলায় কমপক্ষে ২০ সৈন্য নিহত হয়েছে। কর্মকর্তারা এ কথা জানান।
প্রধানমন্ত্রী ব্রিগি রাফিনি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, নাইজারের পশ্চিমাঞ্চলীয় তাহুয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় এক কর্মকর্তা এসোসিয়েট প্রেসকে বলেন, ঘাতকরা এ শরণার্থী শিবিরের কাছে একটি সামরিক ফাঁড়ি লক্ষ্য করে এ হামলা চালায়।
স্থানীয় ওই কর্মকর্তা জানান, এ হামলায় আরো তিন সৈন্য আহত হয়। এদিকে প্রধানমন্ত্রী রাফিনি বলেন, সেখানে এ হামলায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
গত মাসে নাইজারের তাবারি-বারি শরণার্থী শিবিরের কাছে একটি নিরাপত্তা ফাঁড়িতে বন্দুকধারীদের হামলায় দুই শরণার্থী নিহত হয়। এ শিবিরে মালির শরণার্থীরাও রয়েছে।
জিহাদিদের দমনে ফ্রান্সের নেতৃত্বে সামরিক হস্তক্ষেপের পর প্রায় চার বছর ধরে মালির উত্তর ও মধ্যাঞ্চলে অস্থিরতা বিরাজ করছে। এ কারণে অনেকে মালি থেকে পালিয়ে গিয়ে নাইজারের বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে।
বর্তমানে নাইজারের সামরিক বাহিনী বোকো হারাম জঙ্গিদের দমনে নাইজেরিয়া সীমান্তবর্তী দেশের দক্ষিণাঞ্চলে ব্যাপক অভিযান চালাচ্ছে।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে