আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সাথে চীনের বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড পরিমাণ বেড়ে ৩ হাজার ৫শ’ ৬০ কোটি ডলারে দাঁড়িয়েছে। রপ্তানি বৃদ্ধি ও আমদানি কমে যাওয়ায় এটি হয়েছে। শনিবার প্রকাশিত সরকারি পরিসংখ্যান থেকে এতথ্য জানা যায়। চীনের শুল্ক বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি পূর্ববর্তী বছরের নভেম্বরের তুলনায় ৯.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অপরদিকে একই উদ্বৃত্ত সময়ে যুক্তরাষ্ট্র থেকে চীনের আমদানি ২৫ শতাংশ কমে গেছে।

গত অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের সাথে চীনের বাণিজ্য উদ্বৃত্ত ছিল ৩ হাজার ১শ’ ৮০ কোটি ডলার।এ বছরের প্রথম ১১ মাসে যুক্তরাষ্ট্রের সাথে চীনের বাণিজ্য উদ্বৃত্তি দাঁড়িয়েছে ২৯ হাজার ৩শ’ ৫০ কোটি মার্কিন ডলারে। গত বছরের একই সময়ে এটি ছিল ২৫ হাজার ১শ’ ৩০ কোটি মার্কিন ডলার।

B/S/S/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে