ahmed kamal

বিডি নীয়ালা নিউজ( মার্চ১৬)-ঢাকা প্রতিনিধিঃ নতুন রাজনৈতিক দল গঠন করবেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ভাই আহমেদ কামাল। তবে কবে নাগাদ দল গঠন করবেন সে বিষয়টি স্পষ্ট করেননি তিনি।

গতকাল এক অনুষ্ঠানে আহমেদ কামাল বলেন, বিএনপির বর্তমান নাজুক অবস্থা দেখে কিছু কথা না বলে পারছি না। মাঝে মাঝে দুঃখ হয় যখন দেখি, আমার ভাই ‘শহীদ’ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ-নীতির সঙ্গে বিএনপির অনেক কর্মকাণ্ডের এখন মিল নেই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘ভুল পথে’ পরিচালনার অপচেষ্টাও চলছে বলে জানান তিনি। গতকাল দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন আহমেদ কামাল। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জিয়ার ভাই বলেন, ‘দল তো করবই, সে জন্যই তো এসেছি।’ কখন করবেন, সে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যখন করব তখন আপনাদের ডাকব।’ এর আগে ‘শহীদ জিয়ার আদর্শ ও বিপন্ন গণতন্ত্র পুনরুদ্ধার’ শীর্ষক এক আলোচনা সভার সভাপতি হিসেবে লিখিত বক্তব্য পড়ে শোনান আহমেদ কামাল। বেলা ১২টার দিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এ আলোচনা সভার শুরুতে লিখিত বক্তব্য সাংবাদিক ও উপস্থিত সবার মধ্যে বিতরণ করা হয়। আলোচক হিসেবে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সংস্কারপন্থি হিসেবে পরিচিত সাবেক হুইপ আশরাফ হোসেন, দৈনিক দিনকালের সাবেক সম্পাদক কাজী সিরাজ, বিকল্পধারার সাবেক নেতা শেখ শহীদুল ইসলাম, সাবেক আইন কর্মকর্তা হোসনে আরা, আইনজীবী প্রদীপ কুমার সরকার প্রমুখ।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে