cunapathor

বিডি নীয়ালা নিউজ(২১ই এপ্রিল১৬)-অনলাইন প্রতিবেদনঃ নওগাঁর বদলগাছি থানার চাঁদপুরে ৫০ বর্গ কি.মি এলাকা বিস্তৃত চুনাপাথরের খনি পাওয়া গেছে বলে জানিয়েছেন জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। বাংলামেইল থেকে পাওয়া খবর।

তিনি জানান, এ চুনাপাথরের খনির খোঁজ পাওয়ায় সিমেন্ট শিল্পে বেশ  উন্নয়ন হবে। সিমেন্টের কাঁচামাল হিসেবে এই খনিজের ব্যাপক ব্যবহার রয়েছে। এই খনিজ সম্পদটি আর আমদানি করতে হবে না বাংলাদেশকে।

তিনি আরো জানান, ২২ শত ১৪ ফিট নিচে এ খনির অবস্থান। ভূতত্ব অধিদপ্তর এ খনির সন্ধান দিয়েছেন। বাণিজ্যিক উত্তলন শুরু করতে আরো দেড় থেকে দুই বছর সময় লাগবে।

তিনি বলেন, ‘এ লাইন স্টোন পরীক্ষা নিরাক্ষা করার পর আমাদের দেশে সিমেন্ট কারখানায় ব্যবহার করা যাবে। যা আমরা এখন বিদেশ থেকে আমদানি করি। এটি ব্যবহার যোগ্য হলে সিমেন্ট কারখার কাচাঁমাল আমদানিতে প্রায় হাজার কোটি টাকার সাশ্রয় হবে।’

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে