Elaine1471150851

বিডি নীয়ালা নিউজ( ১৪ই আগস্ট ২০১৬ইং )-স্পোর্টস ডেস্কঃ বেইজিং ও লন্ডন- টানা দুই অলিম্পিকেই ছিলেন দ্রুততম মানবী। নারীদের ১০০ মিটারে সেই শ্রেষ্ঠত্ব শেলি-অ্যান ফ্রেজার প্রাইস রিও অলিম্পিকে ধরে রাখতে পারলেন না। জ্যামাইকার এই স্প্রিন্টারকে হটিয়ে সিংহাসন দখল করে নিয়েছেন তারই স্বদেশী এলাইন থমসন।

গেমসের অষ্টম দিনে বাংলাদেশ সময় রোববার সকালে ১০.৭১ সেকেন্ডে দৌড় শেষ করে সোনা জেতার আনন্দে মাতেন থমসন। যুক্তরাষ্ট্রের টোরি বাউয়ি রূপা জিতেছেন ১০.৮৩ সেকেন্ডে। আর প্রাইস ১০.৮৬ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন ব্রোঞ্জ।

প্রথম হয়ে নিজেই অবাক হয়েছেন থমসন, ‘আমি যখন শেষ করলাম এবং আশেপাশে তাকিয়ে দেখলাম আমি বিজয়ী তখন বুঝতে পারছিলাম না কীভাবে উদযাপন করব।’

অন্যদিকে প্রাইস শ্রেষ্ঠত্ব ধরে রাখতে না পারলেও ১০০ মিটারের পদকটা যে জ্যামাইকাতে থাকছে, তাতেই তিনি খুশি।

 

 

risingbd

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে