hilari

আন্তর্জাতিক রিপোর্টঃ যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন দ্বিতীয় টিভি বিতর্কেও ‘স্পষ্ট জয়ী’ হয়েছেন। তবে মুখোমুখি এ বিতর্কে প্রত্যাশার চেয়ে ভালো করেছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
দুই প্রার্থী স্থানীয় সময় রোববার সন্ধ্যায় (বাংলাদেশে সোমবার সকালে) দ্বিতীয় মুখোমুখি বিতর্কে অংশ নেন। সেন্ট লুইসের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে এই বিতর্ক অনুষ্ঠিত হয়।
সিএনএনসহ অধিকাংশ মার্কিন টিভি নেটওয়ার্ক ও ইন্টারনেটে ৯০ মিনিটের এই বিতর্ক সরাসরি সম্প্রচার করা হয়।
দ্বিতীয় বিতর্ক ছিল ট্রাম্পের জন্য অনেকটা বাঁচা-মরার লড়াই। কিন্তু সেই বিতর্কেও তিনি হিলারির কাছে হেরে গেছেন।
বিতর্কের পর সিএনএন/ওআরসি পরিচালিত এক জনমত জরিপে বলা হয়, হিলারি সুস্পষ্টভাবে জয়ী হয়েছেন।
জরিপে অংশ নেয়া ৫৭ শতাংশ মানুষ মনে করেন, হিলারি জয়ী হয়েছেন। আর ৩৪ শতাংশ মনে করেন, ট্রাম্প জয়ী হয়েছেন।
এর আগে প্রথম টিভি বিতর্কের পর সিএনএন/ওআরসি জরিপ চালিয়েছিল। সেবারও হিলারি জয়ী হয়েছিলেন। তখন তার জয়ের পক্ষে ৬২ শতাংশ মত পড়েছিল। তবে দ্বিতীয় টিভি বিতর্কে তার সামর্থ্য প্রথমবারের মত ততটা ভাল ছিল না। অন্যদিকে দ্বিতীয় বিতর্কে যেমনটা আশা করা হচ্ছিল, তার চেয়ে ভালো করেছেন ট্রাম্প। প্রথম বিতর্কের পর ট্রাম্পের পক্ষে ২৭ শতাংশ ভোট পড়েছিল।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে