is1

বিডি নীয়ালা নিউজ(৩০জানুয়ারি১৬)- অনলাইন প্রতিবেদনঃ
তারিখ : ৩০ শে জানুয়ারি ২০১৬ শনিবার ।
আকাশ : দেশের আকাশ আংশিক মেঘলা থাকতেপারে। তবে আবহাওয়া প্রধানত ভালো থাকবে ইন্সাআল্লাহ।
তাপমাত্রা : রাত ও দিনের গড় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতেপারে।
বৃষ্টি : না বৃষ্টির সম্বাবনা নেই।
কোয়াশা : সন্ধ্যা রাত হতে সকাল পর্যন্ত দেশের অনেক এলাকায় ঘন কোয়াশা পড়তেপারে (বিশেষকরে নদী অববাহিকায়) তাই রাতে জলযান সতর্কতা নিয়ে চালাবেন।
উজ্জ্বল সূর্যের কিরণ : ৪ থেকে ৭ ঘন্টা পাওয়া যাবে।
কোয়াশা প্রবাহ : দেশের কিছু কিছু এলাকায় বয়ে যেতেপারে বিশেষ করে উত্তর অঞ্চলে।
শৈতপ্রবাহ : দেশের উপরদিয়ে স্বাভাবিক শৈতপ্রবাহ বিরাজ করছে, এবং তা অব্যাহত থাকবে।
ধোয়াশা প্রবাহ : চালু আছে দেশের সকল এলাকায়।
নিন্মচাপ : নেই সাগরে কোন লঘুচাপ বা নিন্মচাপ হবার সম্বাবনাও নেই আপাতত বেশকিছুদিন।
সমুদ্র বন্দর : নিরাপদ আছে
সূর্যোদয় : সকাল ০৬:৪০ মিনিটে ( ঢাকায়)
সূর্যাস্ত : সন্ধ্যা ০৫:৪৩ মিনিটে (ঢাকায়)
দিনের দৈর্ঘ্য :১১ ঘন্টা ৩ মিনিট (ঢাকায়)
সূর্যের সর্বোচ্চ অবস্থান ৪০:২৮° দক্ষিণে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে