UP-Election20151013143601

বিডি নীয়ালা নিউজ(২২ই মার্চ১৬)-অনলাইন প্রতিবেদনঃ  এবার প্রথমবারের মতো ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয়ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।দেশের নির্বাচন উপযোগী প্রায় সাড়ে চার হাজার ইউপিতে ছয় ধাপে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ইসি।

মঙ্গলবার সকাল ৮টা থেকে প্রথম ধাপের ৩৪টি জেলার ৭১৭টি ইউপির নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। ৬ হাজার ৯৮৭টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। এতে প্রায় সোয়া কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী আওয়ামী লীগের জয়জয়কার।  তথ্য অনুযায়ী ৬৭৫টি ইউপি নির্বাচনের ফলাফল পাওয়া গেছে।

এর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ পেয়েছে ৫২৫টি,

বিএনপি: ৪১,

জাতীয় পার্টি: ০৪,

জামায়াত ০১ ও স্বতন্ত্র ৪৬ ও অন্যান্য ৫৮ প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।

মুন্সীগঞ্জ: আওয়ামী লীগ-১০।

বগুড়া: আওয়ামী লীগ-০৬, বিএনপি ২, বিএনপি বিদ্রোহী ২, স্বতন্ত্র ২

রংপুর: আওয়ামী লীগ-০১।

সাতক্ষীরা: আওয়ামী লীগ-৪৬, বিএনপি-৯, আওয়ামী লীগ বিদ্রোহী-১০, স্বতন্ত্র: ০৬, জাতীয় পার্টি ০১, ফলাফল স্থগিত ৬ ইউপি

ঝিনাইদহ: আওয়ামী লীগ-৫

বরগুনা: আওয়ামী লীগ-২৪, বিএনপি ২, স্বতন্ত্র ৬

ভোলা: আওয়ামী লীগ-৩০, স্বতন্ত্র-১, অন্যান্য ২

নোয়াখালী: আওয়ামী লীগ ১১, আওয়ামী লীগের বিদ্রোহী ৩

লক্ষ্মীপুর: আওয়ামী লীগ-৬

বরিশাল: আওয়ামী লীগ-৬২, জাতীয় পার্টি ০১, ওয়ার্কার্স পার্টি ১, স্বতন্ত্র ৪, অন্যান্য ২, স্থগিত কেন্দ্র ৫টি।

যশোর: আওয়ামী লীগ ১১, বিএনপি ৩, আওযামী লীগের বিদ্রোহী ২।

নেত্রকোনা: আওয়ামী লীগ ৪, স্বতন্ত্র ১, অন্যান্য ১।

সিলেট: আওয়ামী লীগ ২, বিএনপি ২, আওয়ামী লীগ বিদ্রোহী ৩, বিএনপির বিদ্রোহী ১। কুমিল্লা: আওয়ামী লীগ ১০, বিএনপি ১, স্বতন্ত্র ১, একটি স্থগিত।

সিরাজগঞ্জ: আওয়ামী লীগ ৬, বিএনপি ২, স্বতন্ত্র ১।

চট্টগ্রাম: আওয়ামী লীগ ১।

খুলনা: জেলার ৬৭টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ ৪৬, বিএনপি ০৫, জামায়াত ১,  স্বতন্ত্র ১৪।

বাগেরহাট: মোট ইউপি ৭৩, নির্বাচন হয়েছে ৪১ টিতে, আওয়ামী লীগ ৩৯, আওয়ামী লীগের বিদ্রোহী ২ (স্বতন্ত্র)। এছাড়া ৩২টি ইউপিতে চেয়ারম্যান পদে আওয়মী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন।

কিশোরগঞ্জ: মোট ইউপি ১১, আওয়ামী লীগ ৭, বিএনপি ২, বিএনপি বিদ্রোহী ০১, আওয়ামী লীগ বিদ্রোহী ০১।

ময়মনসিংহ: মোট ইউপি ১০, আওয়ামী লীগ ৪, বিএনপি ৪, বিএনপি বিদ্রোহী ১, একটি স্থগিত।

কক্সবাজার: আওয়ামী লীগ ৬, আওয়ামী লীগের বিদ্রোহী ৩।

গোপালগঞ্জ: আওয়ামী লীগ ৫।

ঢাকা (দোহার): আওয়ামী লীগ ২, স্বতন্ত্র ৩।

শেরপুর: আওয়ামী লীগ ৮, বিএনপি ০১।

ব্রাহ্মণবাড়িয়া: আওয়ামী লীগ ১৩, বিদ্রোহী প্রার্থী ২।

মাদারীপুর: আওয়ামী লীগ ৬।

পাবনা: আওয়ামী লীগ ৯।

কুষ্টিয়া: স্বতন্ত্র ০১।

পঞ্চগড়: বিএনপির বিদ্রোহী ০১।

দিনাজপুর: আওয়ামী লীগ ৩, বিএনপি ১।

ঝালকাঠি: আওয়ামী লীগ ২৮, আওয়ামী লীগ বিদ্রোহী ২।

পটুয়াখালী:  আওয়ামী লীগ ৩৮, জাতীয় পার্টি ০২, স্বতন্ত্র ১, বিএনপি ১, আওয়ামী লীগের বিদ্রোহী ৪।

বুধবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত পাওয়া তথ্যে এ ফলাফল জানা যায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে