IMG_20160310_113831_786

বিডি নীয়ালা নিউজ(১০ই মার্চ১৬) নাজমুল হক হৃদয়( রাঙ্গামাটি প্রতিনিধি): রাঙামাটিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০১৬ উদযাপিত অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
“দুর্যোগে পাবো না ভয় দুর্যোগককে আমরা করবো জয়” এই স্লোগানকে সামনে রেখে দিবসটি পালিত হয়েছে।  দিবসটি উপলক্ষ্যে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে সকালে শহরের পৌরসভা চত্বর থেকে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র্যলী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ শহর প্রদক্ষিণ করে ডিসি অফিস প্রাঙ্গনে শেষ হয়। তারপর এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় উপস্হিত ছিলেন রাঙামাটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা জামান, রাঙামাটি জেলার নেজারত ডেপুটি কালেক্টর মোঃ নাজমুল ইসলাম,রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শফিউল নেজাম সহ প্রমুখ ব্যাক্তিবর্গ। উক্ত সভায় বক্তারা বলেন যেকোন প্রতিকূল অবস্হায় আমাদের সজাগ থাকতে হবে।দুর্যোগ সময় অনেকের মাঝে ভয়ভীতি কাজ করে এরকম ভয়ভীতি কারনে দুর্যোগ এ মোকাবেলা করা যায় না। দুর্যোগ এর আবাস পাওয়ার সাথে সাথে নিজেদেরকে নিরাপদ জায়গাই চলে যেতে হবে। আশেপাশের প্রতিবেশী কে সচেতন করে তুলতে হবে এই ব্যাপারে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে