2016-09-21_3_495551

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ লুলা দা সিলভাকে দুর্নীতি ও অর্থ পাচার করার অভিযোগে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোব্রাসের একটি প্রকল্পে বড় ধরনের দুর্নীতি হওয়ায় তার বিরুদ্ধে এ পদক্ষেপ নেয়া হচ্ছে। একজন বিচারক একথা জানান।
প্রসিকিউটররা বলেন, তিনি পেট্রোব্রাসের কোটি কোটি ডলারের ওই প্রকল্প থেকে ১১ লাখ ১০ হাজার ডলার ঘুষ নিয়েছেন।
এদিকে তদন্ত কাজে বাধা সৃষ্টি করায় গত আগস্ট মাসে লুলার (৭০) বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।
তিনি কোন ভুল করার কথা অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত।
লুলা বলেন, ‘আমার বিরুদ্ধে এমন অভিযোগ তোলায় আমি মর্মাহত। এটি একটি বড় প্রহসন এবং ডাহা মিথ্যা অভিযোগ।
এদিকে বিচারক সার্জিও মোরো জানান, এ মামলায় লুলার জড়িত থাকার অনেক তথ্য-প্রমাণ রয়েছে।
উল্লেখ্য, লুলা ২০০৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। তিনি দেশের জনপ্রিয় নেতাদের মধ্যে অন্যতম ছিলেন।

 

B/S/S/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে