hamid

বিডি নীয়ালা নিউজ(১৫ই ফেব্রুয়ারী১৬)-বাগেরহাট প্রতিবেদনঃ  রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ সোমবার দুপুর থেকে ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড সুন্দরবন,  নির্মাণাধীন পায়রা সমুদ্রবন্দর ও কুয়াকাটায় দু’দিনের সফর শুরু করেছেন। রাষ্ট্রপতি আজ বেলা পৌণে ১২টায় হেলিকপ্টার যোগে সুন্দরবনের হিরণ পয়েন্টে এসে পৌঁছান। রাষ্ট্রপতি এখন প্রাকৃতিকভাবে রাত-দিন ২৪ ঘণ্টায় ৬ বার রূপ বদলানো জীববৈচিত্র্যে ভরপুর পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ এই বনের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দার্য্য উপভোগ করছেন।

 

রাষ্ট্রপতি বাগেরহাটের পূর্ব ও খুলনার পশ্চিম সুন্দরবন বিভাগের আওতাধীন বিভিন্ন প্রতিবেশ পর্যটন (ইকো ট্যুরিজম) এলাকাগুলো দু’ঘণ্টা ধরে ঘুরে দেখবেন। এজন্য সুন্দরবনে নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যাবস্থা। বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম ও পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে