Lionel Messi in action, Holland v Argentina, 2014 World Cup

বিডি নীয়ালা নিউজ(২৩ই মার্চ১৬)-স্পোর্টস ডেস্কঃ আর্জেন্টিনার হয়ে শেষবার খেলেছিলেন গত বছর জুলাইয়ে। এর মাঝে কেটে গেছে আটটি মাস। কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো হয়নি।

২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বের খেলায় আগামী বৃহস্পতিবার চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। দীর্ঘ ৮ মাস পর ওইদিন জাতীয় দলের জার্সি গায়ে মাঠে দেখা যাবে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে। মাঠে নামার আগে মঙ্গলবার আর্জেন্টিনার অনুশীলনে মেসি নামতেই পাল্টে গেছে দলের চেহারা।

এ প্রসঙ্গে দলের আরেক গুরুত্বপূর্ণ স্ট্রাইকার সার্জিও আগুয়েরো জানান, ‘জাতীয় দলে লিও যোগ দেওয়ায় স্বস্তি পেলাম।’ ‌এদিকে নিজেদের গ্রুপে আর্জেন্টিনা এই মুহূর্তে ৬ নম্বরে! গ্রুপের সেরা ছয়টি দল বিশ্বকাপের মূল পর্বে উঠবে। যদিও জেরার্ডো মার্টিনোর শিষ্যদের এখনও বাকি ১৪টি ম্যাচ।

মেসি দলে আসার পর আগুয়েরো আরও বলেন, ‘লিও আসার পর মনে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলারকে আমরা পেলাম।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে