ডেস্ক রিপোর্টঃ হঠাৎ করেই গুড়ি গুড়ি ও শিলা বৃষ্টি আর হিমেল হাওয়ায় দিনাজপুরের মানুষ শীতে আক্রান্ত হয়ে পড়েছে। মাঘ মাসের শেষে শীতের বিদায়বেলায় হিমেল হাওয়া শীতের তীব্রতাকে বাড়িয়ে দিয়েছে।

এতে নিম্ন আয়ের মানুষরা পড়েছেন বিপাকে। অসময়ের বৃষ্টিপাতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে দিনাজপুরের ইটভাটাগুলো। অসময়ের এ বৃষ্টিপাতে এই অঞ্চলের ইটভাটাগুলোতে লাখ লাখ কাঁচা ইট নষ্ট হয়েছে। এতে আর্থিকভাবে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে ইটভাটার মালিকরা। পাশাপাশি উৎপাদনে বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার বিকেলে থেকে শুরু হয় এই বৃষ্টি। শনিবার ভোরের দিকে শিলাবৃষ্টি হওয়ায় কিছু ফসল ও ইটভাটার কাঁচা ইট, মুকুলের ক্ষতি হয়েছে। মাঝে মধ্যে কিছু সময়ের জন্য সূর্যের দেখা মিললেও পরক্ষনেই আকাশ আবার মেঘলায় রূপ নেয় এবং বৃষ্টি নামে।

দিনাজপুর আবহাওয়া দপ্তরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, গত ২৪ ঘণ্টায় এ জেলায় ১১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তবে তাপমাত্রার তেমন পরিবর্তন হয়নি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে