5

বিডি নীয়ালা নিউজ(১২ই ফেব্রুয়ারী ১৬) মারুফ সরকার (সিরাজগনজ প্রতিনিধি): সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এবার শুরু হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা। প্রথম বারের মতো ইইনিয়ন পরিষদের সম্ভাব্য প্রার্থীরা প্রতিদ্বন্ধিতা করবেন দলীয় প্রতীকে। তাই পার্থীরা দলীয় টিকিট  পেতে মাঠে প্রচারণা ও তদবির চালাচ্ছেন। সম্ভাব্য প্রার্থীদের প্রচারণায় মুখর হয়ে উঠেছে গ্রামীণ হাটবাজার ও জনপদ। সম্ভাব্য  চেয়ারম্যান  প্রার্থীরা  ইতোমধ্যে ব্যানার-ফেস্টুন টানিয়ে দিয়েছে হাটবাজার ও রাস্তার মোড়ে মোড়ে। দলীয় মনোনয়ন পেতে প্রধান দু’দল আ’লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা দৌড়ঝাপ শুরু করেছেন। সরেজমিনে মাধাইনগর ইউনিয়ন ও সগুনা ইউনিয়ন ঘুরে দেখা যায়, ভোটারদেও দ্বারে দ্বারে ভোট চাইতে যাচ্ছেন চেয়ারম্যান প্রার্থীরা। মাধাইনগর কালীবাড়ী বাজারে পাশ্ববর্তী পাড়ায় দেখা যায়, চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হান্নান সরকার ভোটারদের নিকট আকুতি মিনতি করে ভোট চাইছেন। এ সময় ইউনিয়নের কালীবাড়ী বাজার পাড়ার ভোটার ডাঃ শচিন্দ্রনাথ উড়াও তার মাথায় হাত দিয়ে আশির্বাদ করছেন এবং বলছেন তোমাদের মতো যুবক চেয়ারম্যান পদে নির্বাচন করুক এটা আমরা চাই। হান্নান সরকারের সাথে কথা বললে তিনি বলেন, আমি ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে জড়িত। বর্তমানেও দলের সাথে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও করে যাব ইনশাল্লাহ্। আমি তাড়াশ বিশ্ব বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলাম। বর্তমানে মাধাইনগর ইউনিয়ন আ’লীগের  যুগ্ম সাধারণ সম্পাদক, মাধাইনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি। এছাড়াও সমাজসেবার কাজে আমার অনেক অবদান রয়েছে। এছাড়াও সগুনা ইউনিয়নের মাকড়শোন বাজারে গিয়ে দেখা যায়, রবিউল করিম রনি প্রার্থীদের হাত ধরে ভোট চাইছেন। জনগণের মধ্যে প্রার্থীর গ্রহন যোগ্যতা দেখে মনে হয় রনি জনগণের মধ্যে মিশে গেছেন। সগুনা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী রবিউল করিম রনি বলেন, আমি দলের জন্য অনেক জ্বালা যন্ত্রনা সহ্য করেছি। আমার ছাত্র জীবন থেকেই শুরু হয় রাজনৈতিক জীবন। আমার বংশের সকলেই বাংলাদেশ আ’লীগের সাথে সম্পৃক্ত। আমি দল করে যাচ্ছি যতদিন বেঁচে আছি ততদিন দল করে যাব। আব্দুল হান্নান সরকার ও রবিউল করিম রনি সর্বশেষ বলেন, আমরা যদি দলীয় নমিনেশন পাই তাহলে প্রধানমন্ত্রীর অঙ্গিকারকে বাস্তবায়ন করে  ইউনিয়ন পরিষদকে জিজিটাল করে গড়ে তুলবো।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে