জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জে সোনালী এজেন্ট ব্যাকিংয়ের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ জুন) দুপুরে উপজেলার ইকরচালী হাট আউটলেটের উদ্বোধন করেন সোনালী ব্যাংকের রংপুর প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল বারেক চৌধুরী।

সোনালী ব্যাংকের সোনালী এজেন্ট ব্যাংকিংয়ের আউটলেটটি উপজেলার ইকরচালী ইউনিয়নের ইকরচালী হাটে অবস্থিত।

এ সময় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গ্রামের মানুষ ব্যাংক বলতে সোনালী ব্যাংককে বুঝেন।

বঙ্গবন্ধুর দেওয়া নাম সোনালী ব্যাংক। তার স্বপ্নের সেই ব্যাংকের সেবা সব শেণি পেশার মানুষের মাঝে পৌঁছে দিতে চাই। দেশের যেকোন ব্যাংকের চেয়ে সোনালী ব্যাংক এগিয়ে।

এবার গ্রামের সাধারণ মানুষের দোড়গোড়ায় সকল সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে সোনালী ব্যাংক।

অনুষ্ঠানে সোনালী ব্যাংক তারাগঞ্জ শাখার ম্যানেজার নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য দেন, ইকরচালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেলওয়ার হোসেন, সমাজসেবক তফছির হোসেন, উপজেলা প্রেসক্লাবের আহবায়ক বিপ্লব হোসেন অপু, প্রথম আলোর রিপোর্টার রহিদুল মিয়া, সাংবাদিক আরিফ শেখ, সাংবাদিক জুয়েল ইসলাম, ইকরচালী হাট আউটলেটের সত্ত্বাধিকারী শিপুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংকের রংপুর প্রিন্সিপাল অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার এস এম তানজির পারভেজ, এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আশিষ রঞ্জন রায়। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক মানুষ অংশ নেয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে