tajrin_fashion11

বিডি নীয়ালা নিউজ(২ই এপ্রিল১৬)-অনলাইন প্রতিবেদনঃ তাজরিন ফ্যাশনসের অগ্নিকান্ডের দুর্ঘটনা ঘটেছিল ২০১২ সালের ২৪ নভেম্বর।

আজও সেই হতাহতদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়ে মানববন্ধন করতে হচ্ছে তাজরিন ফ্যাশনস ফায়ার অ্যাকটিভেস্ট ভিকটিম নেটওয়ার্ককে।

গতকাল শুক্রবার (১ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে এই দাবিতে আবারও মানববন্ধন করেছে তারা। মানববন্ধন থেকে জানানো হয়,২০১২ সালের ২৪ নভেম্বর সাভারের আশুলিয়ায় ওই অগ্নিকাণ্ডে ১১২ জন শ্রমিক নিহত এবং হাজারও শ্রমিক আহত হন।তাদের মধ্যে আরও ১৫০ শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক ছিল। আর কিছু শ্রমিক বর্তমানে সুস্থ্ হয়ে বিভিন্ন গার্মেন্টসে যোগ দিয়েছেন।

তারা বলেন, শুধুমাত্র আশুলিয়াতে বর্তমানে আরও প্রায় ২০ থেকে ২৫ জন আহত শ্রমিক রয়েছেন,যারা কোনো দিন চাকরি করতে পারবেন না। উপযুক্ত চিকিৎসার অভাবে আজ তারা কর্মক্ষমতা হারিয়েছেন। তাজরিন ফ্যাশনস অগ্নি দুর্ঘটনায় হতাহতদের উপযুক্ত ক্ষতিপূরণ দিলে তবেই তারা খেয়ে বেঁচে থাকতে পারবেন।

তাজরিন ফ্যাশানস ফায়ার অ্যাকটিভেস্ট ভিকটিম নেটওয়ার্কের সদস্যসহ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকরা মানববন্ধনে অংশ নেন।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে