1

বিডি নীয়ালা নিউজ(০৫ফেব্রুয়ারি ১৬)- মারুফ সরকার (সিরাজগঞ্জ প্রতিনিধি): তাঁত শিল্প বাঁচাও, শ্রমিক বাঁচাও এবং গ্রামীন অর্থনীতি রক্ষা কর, ভারতীয় শাড়ী আমদানী বন্ধসহ ক্ষুদ্র তাঁতীদের জন্য সুদমুক্ত তাঁত ঋন চালু, শ্রমীকদের বাঁচার মত মুজুরী নির্ধারন, ন্যায্য মূল্যে রং সুতা সরবরাহ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত গণতান্ত্রিক শ্রম আইন ও বিধিমালা প্রনয়ন এবং কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবীতে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় সিরাজগঞ্জে তাঁত অঞ্চল আলমপুর, কালিদাগাঁতী বাজারে বাংলাদেশ তাঁত শ্রমিক ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে মালিক-শ্রমিকদের এক বিশাল মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ফেডারেশনের কেন্দ্রীয় নেতা কমরেড নবকুমার কর্মকার-তাঁর বক্তব্যে বলেন-বাংলাদেশের গ্রামীন অর্থনীতিকে সচল রেখেছে এ দেশের কৃষক-তাঁতী ও তাঁত শ্রমীকরা অথচ তাঁত শিল্প আজ হুমকীর মুখে অথচ সরকারের এ দিকে নজর নেই। বক্তা গ্রামীন অর্থনীতি বাঁচাতে অবিলম্বে উল্লেখিত দাবী পূরনে জোর দাবী জানান। সমাবেশে আরোও বক্তব্য রাখেন আমিনুল ইসলাম, রুবেল তালুকাদার, সুলতান আহম্মেদ, মোঃ ফিরোজ আলম খাঁন, শ্রমিক ফ্রন্ট নেতা রাশেদুল ইসলাম প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে