83bfca11b01b91ad85307d3e2a28c807-1

বিডি নীয়ালা নিউজ(২৩জানুয়ারি১৬)-ঢাকা প্রতিনিধিঃ রাজধানীর আগারগাঁওয়ের দেশের সবচেয়ে বড় কম্পিউটার বাজার বিসিএস কম্পিউটার সিটিতে চলতে থাকা ‘সিটিআইটি ২০১৬’ মেলার চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়েছে ৪ থেকে ১৪ বছরের শিশুরা। সবার মনোযোগ নিবদ্ধ পরীক্ষার খাতায় আঁকাআঁকির দিকে।  তিন বিভাগে বিভক্ত হয়ে গত শুক্রবার অনুষ্ঠিত প্রতিযোগিতায় দুই শতাধিক শিশু অংশ নিয়েছে। ছুটির দিনে অন্যান্য দিনের চেয়ে ছিল বেশি জনসমাগম। মেলায় আসা তরুণ-তরুণীদের আগ্রহ ল্যাপটপ ও গেমের প্রতি। গেমারদের জন্য আসুস ও গিগাবাইট তাদের প্যাভিলিয়নের পাশে তৈরি করেছে গেমিং জোন। মেলায় এসে এখানে গেম খেলা ছাড়াও অংশ নেওয়া যাবে গেমিং প্রতিযোগিতায়। গতকাল গেম খেলা শেষে কথা হয় স্কুলছাত্র তূর্যর সঙ্গে। সে জানাল, গেমিংয়ের প্রতি আগ্রহ থেকে প্রতিযোগিতায় অংশ নিতে মেলায় এসেছে সে। আগামীকাল শেষ হচ্ছে এ মেলা।

মেলা উপলক্ষে ১ হাজার ৫০ টাকা দামের ইন্টারনেট সিকিউরিটি ‘ই-স্ক্যান’ কিনলে উপহার হিসেবে স্মার্টফোন দিচ্ছে স্পিড টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। টিপি লিংক থেকে রাউটার কিনলে পাওয়া যাবে ২০ ভাগ ছাড়। রিশিত কম্পিউটার্স থেকে ল্যাপটপ, ডেস্কটপ পিসি কিনলে যে কেউ একসঙ্গে পাবে নানা উপহার। মেলায় হাইটেক প্রফেশনালস দিচ্ছে ৯ হাজার ৯৯৯ ও ১৭ হাজার ৯৯৯ টাকায় ডেস্কটপ পিসি কেনার সুযোগ। এ ছাড়া লেনেভো, আসুস ও ডেলের পণ্য কিনে স্ক্যাচ কার্ড ঘষে পাওয়া যাবে বিভিন্ন প্রযুক্তিপণ্য উপহার। মেলার সমন্বয়ক মুজিবুর রহমান বলেন, ‘ঢাকাতে এখন অনেক মেলা চলছে। সে হিসেবে আমাদের মেলায় ভালো সাড়া পাচ্ছি।’
একই সময়ে রাজধানীর এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্ল্যান) চলছে ডিজিটাল আইসিটি মেলা। ‘ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১৬’ নামের এই মেলা চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। মেলায় বিশেষ আকর্ষণে রয়েছে বিভিন্ন পণ্যের ওপরে বিশেষ মূল্যছাড়, তথ্যপ্রযুক্তির সর্বাধুনিক পণ্যের সমাহার। কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতি আয়োজিত এবারের মেলায় সাড়ে ৬ শতাধিক প্রতিষ্ঠান সর্বশেষ প্রযুক্তির কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, ক্যামেরা, ক্লোজ সার্কিট ক্যামেরাসহ তথ্যপ্রযুক্তির নানা পণ্য প্রদর্শন ও বিক্রি করছে। আজ শনিবার সকাল ১০টা থেকে মেলায় অনুষ্ঠিত হবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। মেলার আহ্বায়ক তৌফিক এহেসান বলেন, ‘ডিজিটাল বাংলাদেশকে আরও এক ধাপ এগিয়ে নিতে আমাদের এই মেলার আয়োজন। প্রতিবছরের মতো এবারের মেলায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের ওপর। তাই তাদের মেলায় প্রবেশ ফ্রি করা হয়েছে।’

1 মন্তব্য

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে