ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলা উপজেলার ৬নং নাউতারা ইউনিয়নের পূর্ব সাতজান গ্রামের বাসিন্দা মৃত: সেরাজ উদ্দিন এর পুত্র নজরুল ইসলাম এর সহিত জমি সংক্রান্ত বিরোধ লইয়া গত ১৭ই মে আনুমানিক সকাল ৯.০০ ঘটিকার সময় নজরুল ইসলামের মারধর এর ঘটনা ঘটে। পরবর্তীতে নজরুল ইসলাম বাদী হয়ে ডিমলা থানায় নুরুল হক (৫৫) পিতা- মৃত: সেরাজ উদ্দিন সহ ৬ জনের বিরুদ্ধে ডিমলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। জানা গেছে এখন থেকে প্রায় ১০ বৎসর পূর্বে ১নং বিবাদীর সহিত ১৭ শতাংশ জমি ৭ হাজার টাকার বিনিময় বন্ধক দেন। বন্ধকী মেয়াদ শেষ হওয়ায় নজরুল ইসলাম নুরুল ইসলামের নিকট টাকা ফেরত দিয়া তিনি জমি নিজে চাষাবাদ করিবেন মর্মে নুরুল হককে প্রস্তাব দেন। কিন্তুু নুরুল হক তাহার প্রস্তাব প্রত্যাখান করে বলেন যে, এই জমি আমার আমি তোকে দিব না বলিলে নজরুল ইসলামের সাথে ঝগড়া সৃষ্টির এক পর্যায়ে নুরুল ইসলাম সহ তাহার পাল্লাভূক্ত বিবাদীগণ নজরুল ও তাহার পরিবারের সদস্যদের এলোপাতারী ভাবে ডাংমার করে নজরুল সহ তাহার ছেলে সাইফুল ইসলাকে বাড়ীর পাশে আম গাছে বেধে রেখে দীর্ঘক্ষন নির্মম নির্যাতন করেন। এই সংবাদ শুনে ৬নং নাউতারা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউ.পি সদস্য মোঃ খাইরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে নজরুল ইসলাম সহ তাহার ছেলে কে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করেন। নজরুল ইসলাম সংবাদ কর্মীদের বলেন, এ বিষয়ে প্রশাসন কর্তৃক দ্বারা যাহাতে আমি ন্যর্য্য বিচার পাই তাহার সু-ব্যবস্থা কামনা করছি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে