ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : “আমরা সবাই স্বেচ্ছাসেবী, দেমের সেবায় এগিয়ে আসি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারী জেলার ডিমলা উপজেলার ২২-টি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে “ডিমলা উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্য পরিষদ” গঠন করার লক্ষ্যে গতকাল উপজেলা পরিষদ হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সবাপতিত্ব করেন যুব ফোরাম সংগঠনের সভাপতি অনুকুল চন্দ্র রায়। ঐক্য পরিষদ গঠনের তাৎপর্য তুলে ধরেন ডিমলা যুব উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি সেকেন্দার আলী বাদশা। অনুষ্ঠানটি পরিচালনা করেন, ব্রাইট স্টার স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি নুপুর আক্তার। এতে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার, আলোকিত শৈল্লারঘাট সংগঠনের সাধারণ সম্পাদক এ আর বাদশা, নব উচ্ছ্বাস সংগঠনের সভাপতি আতাউর রহমান সহ সকল সংগঠনের প্রতিনিধিগণ। সভায় উপজেলার মোট ২২-টি সংগঠন অংশগ্রহণ করে।

বক্তারা তাদের বক্তেব্যে বলেন, আমরা সকলে একত্রিত হয়ে সমাজের কল্যাণে কাজ করতে পারি এবং সকল সংগটন এক পতাকার মুষ্ঠি বেঁধে থাকবো। একক সংগঠন অনেক অর্থাৎ বিভিন্ন ধরনের কাজ করতে পারে না। আমরা সকলে মিলে সব বাঁধা প্রতিরোধ করে সমাজের সচেতনতা ও শিক্ষা উদ্দিপনা সহ সকল সামাজিক কাজ করে যাবো। উল্লেখ: অনুষ্ঠানের শেষে সকলের সম্মতিক্রমে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে সেকেন্দার আলী বাদশাকে আহবায়ক ও অনুকুল চন্দ্র রায়কে সদস্য সচিব করে ২৫ সদস্য বিমিষ্ট কমিটি গঠিত হয়। নব-গঠিত কমিটির আহবায়ক সেকেন্দার আলী বাদশা বলেন, আমাদের এই কমিটি আনুষ্ঠানিকভাবে শুভ-উদ্বোধনের আগ পর্যন্ত কাজ করে যাবো। আগামী মাসের মধ্যে আমরা সব শ্রেনীর মানুষকে নিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ও কমিটির কার্যক্রম শুরু করবো। এছাড়াও সে সব সংগঠন এখন পর্যন্ত আমাদের সাথে অন্তর্ভক্ত হয় নি তাদেরকেও আহবান জানাবো অংশগ্রহন করার জন্য।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে