মোঃ আসাদুজ্জামান পাভেল, ডিমলা (নীলফামারী) থেকেঃ নীলফামারীর ডিমলা উপজেলায় ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন , আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় পুষ্পমাল্য অর্পন শেষে ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ অফিস মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের নীলফামারী জেলা শাখার সভাপতি মো: ছপিয়ার রহমান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শরৎ চন্দ্র সরকার, মো : তছির উদ্দিন, মো : আব্দুল করিম সরকার, তুষার কান্তি সিং, মো : আমিনুর রহমান , সুবোধ কুমার সিং, কৃষ্ণ কান্তি সিংহ রায়, যুগ্ন আহ্বায়ক,উপজেলা ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ, ডিমলা।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী আশুতোষ দত্ত মল্লিক, আহবায়ক উপজেলা ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ, ডিমলা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সহযোগী মুক্তিযোদ্ধাদের প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি ও বাংলার প্রতিটি ঘরে ঘরে বর্তমান, নতুন ও আগামী প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করতে হবে। এর আগে একটি বিশাল র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে