মোঃ আসাদুজ্জামান পাভেল, ডিমলা (নীলফামারী) থেকেঃ বিগত ১০ বছরে সরকারের বিভিন্ন উন্নয়ন ও অগ্রগতি বিষয়ে জনগণকে অবহিত ও সম্পৃক্তকরণে নীলফামারী জেলা তথ্য অফিসের আয়োজনে ডিমলা উপজেলায় সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফ্রিং অনুষ্ঠিত হয়েছে। ৩১ মার্চ সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীদের মাঝে প্রেস ব্রিফিং-এ সরকারের নানা উন্নয়ন কর্মসূচীর তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো: মামুন-অর-রশিদ।

এসময় জেলা সহকারী তথ্য অফিসার বাবু প্রকাশ চন্দ্র রায়, এ,পি,এ,ই অপারেটর মাসুদুর রহমান (মাসুদ), অফিস সহায়ক সাকয়াত হোসেন উপস্থিত ছিলেন। জেলা তথ্য অফিসার মামুন অর রশিদ বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপে বিশ্বের দরবারে বাংলাদেশ এখন রোল মডেলে পরিণত হয়েছে। তিনি আরো বলেন, জেলায় ৬৯০ কিলোমিটার রাস্তা পাকাকরণ, ১৯টি ব্রিজ, ৩৫টি কমিউনিটি ক্লিনিক, ৬১টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন নির্মাণ, ৬০ কিলোমিটার পানির পাইপ লাইন স্থাপন, ৬৩১২টি পানির উৎস স্থাপন, ৩৮৯টি প্রাথমিক বিদ্যালয়ে ভবন নিমার্ণ ও ১০৭১ টি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া সামগ্রী প্রদান করা হয়েছে, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ২ কোটি ৫৮ লাখ ৪ হাজার ৪৩৯টি বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে, গণপূর্ত বিভাগের আওতাধীন ৩৪টি স্থাপনা নির্মাণসহ জেলায় ৮০ শতাংশ এলাকায় বিদ্যুৎ সেবা পৌছে গেছে। জেলা তথ্য অফিস প্রেস ব্রিফিং লিখিত বক্তব্যে বলেন, বাংলাদেশে প্রথম ভূস্থির যোগাযোগ উপগ্রহ বঙ্গবন্ধুৃ স্যাটেলাইট-১ ১২ মে’১৮ কেনেডি স্পেস সেন্টার থেকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে উৎক্ষেপন করা হয়।

এর ফলে ৫৭-তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপনকারী দেশের তালিকায় যোগ হয় বাংলাদেশ। সরকারের ফাষ্ট ট্রাক প্রকল্পে পদ্মা সেতু, পদ্ম সেতু রেলওয়ে সংযোগ প্রকল্প, রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প,রামপাল কয়লাভিক্তিক বিদ্যুৎ প্রকল্প,মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প,মেট্রোরেল প্রকল্প, সোনাদিয়া গভীর সমুদ্রবন্দও প্রকল্প, পায়রা সমুদ্র বন্দও প্রকল্প, দোহাজারি কক্সবাজার গুনদুম রেললাইন নির্মাণ প্রকল্প, এলএনজি টার্মিনির্মাণ প্রকল্প।

এছাড়া বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ প্রকল্প একটি বাড়ী একটি খামার, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচী, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য সেবা, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষাসহ নানা প্রকল্পের মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতি সাধিত হয়েছে। প্রেস ব্রিফিং- এ বিজয় টিভির ডিমলা প্রতিনিধি সাংবাদিক হামিদা বারী, ডিমলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম রেজা, সিনিয়র সহ-সভাপতি নিরঞ্জন দে, সাংগঠনিক সম্পাদক মহিবুল ইসলা মিলন, সদস্য পাভেল ইসলাম, কার্যকরী সদস্য লাজু হোসেন, বেলাল হোসেনসহ উপজেলায় কর্মরত ২৫জন গনমাধ্যম উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে