ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলা উপজেলায় নারীর ক্ষমতায়ন সৃষ্টির লক্ষ্যে প্রকল্পের সিবিও-এর সদস্যদের সরকারী বিভিন্ন সেবাদান প্রতিষ্ঠানের প্রধানদের সাথে বার্ষিক সম্বনয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪-সেপ্টেম্বর) দুপুরে পল্লীশ্রী’র আয়োজনে ব্রেড ফর দ্যা জার্মানীর সহযোগিতায় ডিমলা সদর ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় নারীর ক্ষমতায়নের জন্য সুযোগ সৃষ্টি প্রকল্পের উপজেলা ৫টি ইউনিয়নের মোট ২০ জন নারী সিবিও সদস্য অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার। সভার এক পর্যায়ে বিভিন্ন সেবাদানকারী সরকারী প্রতিষ্ঠানের প্রধানদের সাথে অংশগ্রহণকারী সিবিও’র সদস্যদের উন্মুক্ত আলোচনা হয়। এর ফলে সরকারী প্রতিষ্ঠানে বিভিন্ন সেবা সম্পর্কে সিবিও এর সদস্যগণ অভিহিত হন এবং সেবাগুলি পেতে খুব সহজেই সেবাদানকারী প্রতিষ্ঠানে যেতে পারবেন বিভিন্ন ইউনিয়নের সিবিও সদস্যরা।

নারীদের স্বাবলম্বী ও নারীদের ক্ষমতায়নের সুযোগ সৃষ্টির লক্ষে বিভিন্নভাবে সেবা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন সরকারী প্রতিষ্ঠানের প্রদানগণ। প্রকল্পের জেলা প্রোগ্রাম অফিসার শাহানাজ বেগম ও উপজেলা সমন্বয়কারী মো: সাইনুল ইসলামের সঞ্চলনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার আলমগীর জামান, আমার বাড়ী,আমার খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী ও পল্লী সঞ্চায় ব্যাংক শাখা ব্যবস্থাপক ইমরুল কায়েস খান, ডিমলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর রেজা প্রমুখ। এছাড়াও উপজেলা প্রাণীসম্পদ, উপজেলা সমাজসেবা ও উপজেলা যুব উন্নয়ন অফিসের প্রতিনিধিরা সহ বিভিন্ন সেবাদান প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলো।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে