আসাদুজ্জামান পাভেল, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসন এর আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস ও আসন্ন পবিত্র ঈদ-উল আযহা সুষ্ঠ, সুন্দরভাবে পালন উপলক্ষে পৃথক-পৃথকভাবে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (মঙ্গলবার) বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোছা: নাজমুন নাহার মুনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

আগামী ১৫ আগস্ট বৃহস্পতিবার দিনটি যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাক্তার সারোয়ার আলম, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন শেখ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায় নিরু, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: আয়শা সিদ্দীকা, ডিমলা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মোকলেছুর রহমান, উপজেলা কৃষি অফিসার সেকেন্দার আলী, উপজেলা মৎস্য অফিসার মোছা: শামীমা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার দাশ, উপজেলা পরিচালন উন্নয়ন প্রকল্পের সহায়ক বিভা রায়, ডিমলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর রেজা প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায় অফিসার মেজবাহুর রহমান, বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া, টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান ময়নুল হক, নাউতারা ইউপি চেয়ারম্যান ছাইফুল ইসলাম লেলিনসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও বে-সরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সুধীজন।

অপরদিকে একই দিনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার মুনের সভাপতিত্বে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা-২০১৯ (১৪৪০ হিজরী) সুষ্ঠ, সুন্দরভাবে পালন ও ডেঙ্গু প্রতিরোধে আগামী ৭-আগস্ট বৃধবার পুরো উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের আশপাশের নোংরা আবর্জনা, বৃষ্টির পানি জমে থাকার স্থানগুলো পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করার লক্ষ্যে পৃথক-পৃথকভাবে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে