ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টার ন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)’র সহায়তায় এবং উপজেলা পরিষদের উদ্যোগে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের কেন্দ্র প্রধানদের নিকট এ বেঞ্চ সরবরাহ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার মুনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আয়শা সিদ্দীকা, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, টেপাখড়িবাড়ি ইউপি চেয়ারম্যান ময়নুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হালিম, উপজেলা প্রকৌশলী আবু জাফর মো: সালেহ্, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের ত্রাণ শাখার উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম সহ বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

উপজেলা পরিচালন ও (ইউ.জি.ডি.পি) উন্নয়ন প্রকল্পের সহায়ক বিভা রায় এর সঞ্চলনায় উক্ত প্রকল্পের সহাতায় ৪৬৩ জোড়া বেঞ্চের মধ্যে ডিমলা আরবিআর সরকারী উচ্চ বিদ্যালয়ে ৩২ জোড়া, ডিমলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৩৮ জোড়া, ডিমলা বিএমআই স্কুল এ্যান্ড কলেজে ৩২ জোড়া, ডিমলা ফাজিল মাদ্রাসায় ২৭ জোড়া, ডিমলা সরকারী মহিলা কলেজে ৪২ জোড়া, খগাখড়িবাড়ি দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে ৪০ জোড়া, নাউতারা গার্লস স্কুল এ্যান্ড কলেজে ৪০ জোড়া, নাউতারা আবিউন্নেছা উচ্চ বিদ্যালয়ে ২০ জোড়া, ছোটখাতা বহুমূখী ফাজিল মাদ্রাসায় ৩২ জোড়া, ডালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২০ জোড়া, সোনাখুলি হাজী জহরতুল্লা উচ্চ বিদ্যালয়ে ২০ জোড়া, মাস্টার পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০ জোড়া, কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ২০ জোড়া, ছাতনাই কলোনী উচ্চ বিদ্যালয়ে ২০ জোড়া ও টেপাখড়িবাড়ি উচ্চ বিদ্যালয়ে ২০ জোড়া বেঞ্চ সরবরাহ করা হয়। যাহার মূল্য ধরা হয়েছে ৪০ লক্ষ টাকা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে