Mrittu

বিডি নীয়ালা নিউজ(২২ই মার্চ১৬)-নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় টেপাখড়িবাড়ি ইউনিয়নের খড়িবাড়ি মুন্সিপাড়া গ্রামে পাথর উত্তোলনের গর্তের পানিতে পড়ে নজরুল ইসলাম (৪০) নামে এক বাক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।

রবিবার(২০ মার্চ) রাত ১২টার দিকে দমকল বাহিনীর ডুবুরিদল তার লাশ উদ্ধার করে। তিনি ওই গ্রামের মৃত কছির উদ্দীনের ছেলে।

এলাকবাসী জানায়, বাক প্রতিবন্ধী নজরুল ইসলাম বাড়ির পাশে পাথর উত্তোলনের গর্তের পানিতে পড়ে যান গতকাল রবিবার বিকেলে। স্থানীয়রা সন্ধ্যা পর্যন্ত অনেক চেষ্টা করে তাকে উদ্ধারে ব্যর্থ হন। খবর পেয়ে রংপুর থেকে দমকল বাহিনীর ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছে রাত ১২টার দিকে তার লাশ উদ্ধার করেন।

টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, বাক প্রতিবন্ধী নজরুল ইসলাম পাথর উত্তোলনের গর্তে পড়ে গভীর পানিতে নিখোঁজ হন। অনেক চেষ্টার পর এলাকার মানুষ তাকে উদ্ধার করতে না পারলে মধ্যরাতে দমকল বাহিনীর ডুবুরিরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। ডিমলা থানার ওসি রুহুল আমীন খান জানান, নজরুল ইসলাম একজন মৃগী রোগী। রবিবার বিকেলে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পাথর তোলার পুরনো গর্তে পড়ে মৃত্যু হয় তার।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে