otijom

বিডি নীয়ালা নিউজ(২৪ই ফেব্রুয়ারি১৬)-আসাদুজ্জামান সুজন (নীলফামারী প্রতিনিধি):  নীলফামারীর ডিমলায় শিশুর অটিজম ও অন্যান্য বিকাশ জনিত সমস্যার সচেতনতা বৃদ্ধি মূলক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে স্বাস্থ্য বিভাগের আয়োজনে ঢাকা ডিজিএইচএস’র টেকনিক্যাল ট্রেনিং ইউনিট এর সহযোতিায় বুধবার (২৪ ফ্রেব্রুয়ারী) দিন ব্যাপি ঐ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জানা যায়, উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ,উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (এস.এ.সি.এম.ও),সহকারী স্বাস্থ্য পরিদর্শক (এ.এইচ.আই), স্বাস্থ্য সহকারী(এইচ.এ), কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সি.এইচ.সি.পি) ও পরিসংখ্যানবিদসহ ২৫ জন প্রশিক্ষনার্থী এ প্রশিক্ষনে অংশ গ্রহন করেন।

প্রশিক্ষনে ফলে শিশুদের বেড়ে ওঠার সময় স্বাভাবিক ও বিকাশ জনিত সমস্যার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করায় শিশু বিকাশে কোন সমস্যা হলে তা নিরুপন করা সহজ হবে বলে প্রশিক্ষনে অংশগ্রহনকারীরা অভিমত ব্যক্ত করেন। দিনব্যাপি প্রশিক্ষন কর্মশালায় প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষনটি পরিচালনা করেন ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হামদুল্লাহ, ডাঃ আক্দুল্লাহ আল মাহমুদ (কার্ডিওলজি বিভাগ), ডাঃ জাকির হোসেন (শিশু বিশেষজ্ঞ)।

এ প্রশিক্ষন কর্মশালায় উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জেড এ সিদ্দিকী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নীলফামারী জেলার সিভিল সার্জন ডাঃ আব্দুর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ডিজিএইচএস’র ট্রেনিং মনিটরিং প্রতিনিধি ডাঃ এ.এফ.এস সাহাবুদ্দিন খাঁন (ডি.পি.এম, আই.এস.টি),ঢাকা ও ডাঃ ইফতেখার আহম্মেদ তসলিম (ডি.পি.এম,এইচ.আর.এম), ঢাকা প্রমুখ।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে