National University

বিডি নীয়ালা নিউজ(৫ই মার্চ১৬)-শিক্ষা প্রতিবেদনঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা (পুরাতন সিলেবাস অনুযায়ী) ০৬ মার্চ থেকে শুরু হচ্ছে। এ পরীক্ষা প্রতিদিন দুপুর ২টা থেকে আরম্ভ হবে। সারাদেশের সর্বমোট ৩৬৯১৭২ জন পরীক্ষার্থী ১৬৭৮ টি কলেজের ৬৮৪টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণের সহযোগিতা কামনা করছে। অনার্স ৩য় বর্ষ পরীক্ষার আংশিক সংশোধনী সময়সূচী প্রকাশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের অনার্স (নিয়মিত, অনিয়মিত ও গ্রেডউন্নয়ন) ৩য় বর্ষ ০৮ মার্চ অনুষ্ঠিতব্য পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। স্থগিত-এ পরীক্ষা আগামী ০৯ মার্চ অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার অন্যান্য তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে