ডেস্ক রিপোর্ট : সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উর্ধ্বমূখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। চলতি অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণার দিনে সূচকের পাশাপাশি অধিকাংশ কোম্পানীর শেয়ারের দাম বেড়েছে।দিন শেষে ডিএসইর সূচক বেড়েছে ২২ পয়েন্ট। এদিন ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ২২.৫৩ পয়েন্ট বেড়ে ৫৮২৪.৪৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৭.১০ পয়েন্ট বেড়ে ২১৩১.৩৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক (ডিএসইএস) ৪.৮৭ পয়েন্ট বেড়ে ১৩১৭.২১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১৭৭টির, কমেছে ৯৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানির শেয়ার।

ডিএসইতে আজ ৩৩০টি কো¤পানির ১৯ কোটি ১৮ লাখ ৭৩ হাজার ৬৭৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৬৩৮ কোটি ৯৪ লাখ ৯ হাজার ১০৬ টাকা।লেনদেনের শীর্ষে থাকা প্রধান ১০টি কো¤পানি হলো : আইডিএলসি, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক, গ্রামীন ফোন, আরএকে সিরামিক, সিটি ব্যাংক, ইফাদ অটোস, ওয়ান ব্যাংক, শাহজিবাজার পাওয়ার ও ফু-ওয়াং ফুড।দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো : সাফকো স্পিনিং, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, প্রগতী ইন্সুরেন্স, রূপালী ব্যাংক, মিথুন নিটিং, প্রভাতী ইন্সুরেন্স, আরএকে সিরামিকস, কনফিডেন্স সিমেন্ট, ফু-ওয়াং সিরামিক ও এক্সিম ব্যাংক।

অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো: ফিনিক্স ফাইন্যান্স ১ম মিউচ্যুয়াল ফান্ড, ফার্স্ট ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক, মুন্নু সিরামিক, আইসিবি এএমসিএল ২য় মিউচ্যুয়াল ফান্ড, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড, শাইন পুকুর সিরামিকস, রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ড, সাউথইস্ট ব্যাংক ও জুট স্পিনার্স।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে