_91108235_20160911_134747

বিডি নীয়ালা নিউজ( ১২ই সেপ্টেম্বর, ২০১৬ইং)- ডেস্ক রিপোর্টঃ টঙ্গীর বিসিক শিল্পনগরীর টাম্পাকো ফয়েলস লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনায় মালিকসহ আট জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অগ্নিকাণ্ডে নিহত শ্রমিক জুয়েলের বাবা আবদুল কাদের বাদী হয়ে রবিবার রাতে টঙ্গী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় কারখানা মালিক মকবুল হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন- মকবুল হোসেনের স্ত্রী পারভিন, কারখানার ব্যবস্থাপনা পরিচালক তানভির আহমেদ, জেনারেল ম্যানেজার (জিএম) সফিকুর রহমান, ম্যানেজার (প্রশাসন) মনির হোসেন, ম্যানেজার (সার্বিক) সমির আহমেদ, ম্যানেজার হানিফ ও ডিএমডি আলমগীর হোসেন।

এদিকে সোমবার সকাল সাতটার দিকে কারখানা-ভবনের তৃতীয় তলা থেকে আরও দু’জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা ৩১ জনে দাঁড়ালো।

শনিবার (১০ সেপ্টেম্বর) ভোর ছয়টা পাঁচ মিনিটের দিকে গাজীপুরের টঙ্গীর টাম্পাকো প্যাকেজিং কারখানার পাঁচতলা ভবনের নিচতলায় বিস্ফোরণ ঘটে। এতে কারখানায় আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সেখানে শ্রমিকেরা রাতের শিফটে কাজ করছিলেন। বিস্ফোরণের পর ভবনটি আংশিক ধসে পড়ে।

বা/ ট্রি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে