brazil_carnival-2

বিডি নীয়ালা নিউজ(৭ই ফেব্রুয়ারি১৬)-আন্তর্জাতিক প্রতিবেদনঃ জিকা ভাইরাসের শঙ্কাকে উপেক্ষা করে ব্রাজিলের লাখ-লাখ মানুষ বার্ষিক কার্নিভাল উৎসবে যোগ দিয়েছে।

মশাবাহিত জিকা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত শহর রেসিফে-র রাস্তায় ১০ লাখেরও বেশি মানুষ রংবেরঙের পোশাক পরে নাচ-গান করছে।

রিও ডি জেনিরোর কেন্দ্রস্থলে উৎসবে অংশ নেয়ার জন্য মানুষ ভিড় করছে।

ব্রাজিলের বাসিন্দা এবং পর্যটকদের কাছে জিকা ভাইরাসের ঝুঁকির বিষয়ে লিফলেট বিতরণ করছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্থানীয় কর্তৃপক্ষ।

কার্নিভালে যোগ দিতে রিও ডি জেনিরোতে ১০ লাখেরও বেশি পর্যটক আসবেন বলে ধারণা করা হচ্ছে, যেটি শেষ হবে বুধবার সকালে।

বিবিসির জুলিয়া কার্নিরো বলছেন, জিকা ভাইরাসের কারণে আগামী অগাস্ট এবং সেপ্টেম্বরে রিওতে অনুষ্ঠিতব্য অলিম্পিক গেমস থেকে পর্যটকরা মুখ ফিরিয়ে নেবে কিনা, এই কার্নিভালের মাধ্যমে সেটির একটি পরীক্ষা হচ্ছে ব্রাজিলের।

কার্নিভাল চলাকালীন সময়ে এডিস মশা দমনের জন্য মশার ওষুধ দেয়া অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ। এই এডিস মশা জিকা ছাড়াও ডেঙ্গু ভাইরাসেরও বাহক।

 

#বিবিসি বাংলা ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে