2016-10-03_3_720603

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের সর্বদক্ষিণে ওকিনাওয়া দ্বীপপুঞ্জের দিকে সোমবার ধেয়ে আসছে একটি শক্তিশালী টাইফুন। এর প্রভাবে প্রবল ঝড়ো বাতাসের কারণে বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ‘প্রচণ্ড শক্তিশালী’ টাইফুনটি দিন শেষে দ্বীপপুঞ্জটিতে আঘাত হানতে পারে। এর প্রভাবে এখন ঘন্টায় ২৫০ কিলোমিটার (১৫৫ মাইল) বেগে ঝড় বয়ে যাচ্ছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
টাইফুনটি সোমবার ভোরে ওকিনাওয়ার রাজধানী নাহা থেকে প্রায় ২৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল এবং এটি উত্তর-উত্তরপূর্বাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছিল।
ওকিনাওয়ায় আঘাত হানার পর এটি মঙ্গলবার জাপানের প্রধান দ্বীপ হনশুতে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দ্বীপটিতে উঁচু ঢেউ ও প্রবল ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।
অল নিপ্পন এয়ারওয়েজ ও জাপান এয়ারলাইন্স জানিয়েছে, টাইফুনের কারণে এ পর্যন্ত মোট ১২৫টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে।
এ দুটি জাপানের বৃহত্তম এয়ারলাইন্স।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবার ওকিনাওয়ায় প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলোও বন্ধ রাখা হয়েছে।
জাপানের প্রায়ই বড় ধরনের ঝড় আঘাত হানে। গত মাসে দেশটিতে টাইফুন লিওনরকের আঘাতে ২২ জন প্রাণ হারান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে