রফিকুল ইসলাম, ঢাকা থেকেঃ “কবিতা হোক অধিকার আদায়ের শ্লোগান” উক্ত শ্লোগান নিয়ে শুক্রবার (০১ জুন) বিকেল ৪টা  বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লিঃ ভবন, ১২৫ মতিঝিলে জাতীয় কবিতা মঞ্চের সাধারণ সম্পাদক মাহফুজুল করিমের সঞ্চালনায় ও কবি মাহমুদুল হাসান নিজামী’র সভাপতিত্বে জাতীয় কবি নজরুলজয়ন্তী উৎসব ও ইফতার  মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে অসংখ্য কবি সাহিত্যিক সাংবাদিকগণ অংশ নেয়।অনুষ্ঠানের শুরুতেই কবি নজরুলের ইসলামী গান কবিতা  কাব্য রচনা জীবন কর্ম নেপথ্য কাহিনী নিয়ে আলোচনা করেন অতিথিবৃন্দগণ।
অনুষ্ঠানে আলোচক হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন পুলিশের ডি আই জি কবি ভানু লাল দাস, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্ত কর্মকর্তা কবি নুরুল ইসলাম,বাসাসপ এর প্রতিষ্ঠাতা কবি মুহাম্মদ এয়াকুব,কবি জাকির আবু জাফর,সৃজন সাহিত্য পরিষদ এর সভাপতি কবি রফিকুল ইসলাম প্রিন্স, মুন্সিগঞ্জ মহিলা কলেজের প্রিন্সিপাল কবি মতিউর রহমান, খ্যাতিমান আবৃতিকার বদরুল আহসান খান, , কবি তাহেরা মুন্নাফ, সংগীত শিল্পী আবদুল মুন্নাফ,কবি ও সংগঠক রোকসানা মজুমদার সুখী, কবি শাহনাজ খান, কবি ডি, এম আক্তার উজ জামান, কবি শাহাবুদ্দীন (সৌদী প্রবাসী),  আমেরিকা প্রবাসী কবি তানিয়া সহ প্রমুখ ব্যক্তিগণ।

 

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে