566555

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী জেলার জলঢাকায় তিস্তা সেচ প্রকল্পের প্রধান খালে আট প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল রোববার বিকেলে দুন্দিপাড়া পয়েন্টে পোনা অবমুক্ত করেন নীলফামারী-৩ আসনের (জলঢাকা-কিশোরগঞ্জ) সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা।

জেলা মৎস্য বিভাগ জানিয়েছে, বাংলাদেশ সরকারের অর্থায়নে তিস্তা সেচ প্রকল্পের ক্যানেলে সাতশ’ ৪৫কেজি রুই, মৃগেল, কাতলা, মিনার কার্প, সরপুটিসহ আট প্রজাতির পোনা অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল মাবুদ শেখ, জেলা মৎস্য কর্মকর্তা হাসান ফেরদৌস সরকার, জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল হক প্রধান, যুবলীগ কেন্দ্রিয় কমিটির সদস্য আব্দুল ওয়াহেদ বাহাদুর।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে