uno-jaldhaka

নীলফামারী প্রতিনিধিঃ নিজ নিজ কর্মস্থলে অনুপস্থিত থাকায় নীলফামারীর জলঢাকার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৭ জন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ ও একদিনের বেতন কর্তনের নির্দেশ প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. রাশেদুল হক প্রধান শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন করেন। এসময় টেংগনমারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পাঁচজন, দক্ষিণ দেশীবাই উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ ৯ জন, পাঠানপাড়া এমইউ আলিম মাদরাসায় একজন, কালকেউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন ও দক্ষিণ দেশীবাই মতিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন। এছাড়া বৃহস্পতিবার জলঢাকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে তিনজন অনুপস্থিত পান।

পরে নিজ কার্যালয়ে ফিরে ওই সব প্রতিষ্ঠানের প্রধানদের ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা হিসেবে কারণ দর্শানো নোটিশসহ এক দিনের বেতন কর্তনের নির্দেশ দেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে