hilari

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটন নতুন জনমত জরিপে তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন। দুই নেতার মধ্যে সরাসরি টেলিভিশন বিতর্কের কয়েকদিন পর শুক্রবার নতুন জরিপটি চালানো হয়। ফক্স নিউজ জরিপটি পরিচালনা করে।
এদিকে এর আগে বিপুল সংখ্যক দর্শক টেলিভিশনে দুই নেতার বিতর্কটি উপভোগ করে।
নতুন জরিপে দেখা গেছে ডেমোক্র্যাট দলের প্রার্থী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩ শতাংশ ভোটে এগিয়ে রয়েছেন। জনমত জরিপে হিলারি ৪৩ শতাংশ ও ট্রাম্প ৪০ শতাংশ ভোট পেয়েছেন। কিন্তু মাত্র দুই সপ্তাহ আগে একই জরিপে তিনি ট্রাম্পের চেয়ে মাত্র এক শতাংশ ভোটে এগিয়ে ছিলেন।

 

B/S/S/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে