তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি জনগণ থেকে অনেক দূরে সরে গেছে। সন্ত্রাশ, পেট্রোল বোমা আর তালেবানি রাজনীতি ছেড়ে জনগণের কাছে ক্ষমা না চায় তবে জনগণ তাদের ক্ষমা করবে না।

বৃহস্পতিবার (৩১ মার্চ) নওগাঁ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগদানের আগে দুপুর সাড়ে ১২ দিকে সার্কিট হাউসে সাংবদিকদের এ কথা বলেন মন্ত্রী।  

বিএনপিকে সন্ত্রাশ আর তালেবানি রাজনীতি পরিহার করতে হবে উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিনিয়তই পক্ষপাতদুষ্ট আচরণ করছে। আইন ও সালিশ কেন্দ্রে দেওয়া রিপোর্টই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হুবহু তুলে ধরেছে। এটি দেশের উন্নয়ন অগ্রগতিকে বাধাগ্রস্থ করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র।  

সাংবদিকদের সঙ্গে কথা বলা শেষে দুপুর আড়াইটার দিকে জেলা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।

ban/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে