আন্তর্জাতিক ডেস্কঃ সবসময় ছোট ঘটনা বড় করে দেখায় ভারতীয় গণমাধ্যম; এতে মানুষ বিভ্রান্ত হয়। সদ্য ভারতে ফেরা পাকিস্তানের হাতে আটক পাইলট উইং কমান্ডার অভিনন্দন এ মন্তব্য করেছেন। 

পাকিস্তানের জাতীয় টেলিভিশনে সম্প্রচারিত একটি ভিডিওটেপের বরাত দিয়ে গণমাধ্যম ‘ডন’ একথা জানিয়েছে। 

ভিডিওটেপে অভিনন্দন বলেন, আমি উইং কমান্ডার অভিনন্দন আইএএফের একজন ফাইটার পাইলট। আমি যখন লক্ষ্যে পৌঁছাতে চেষ্টা করছিলাম, তখন পাকিস্তান এয়ার ফোর্সের গুলিতে আমার বিমানটি ক্ষতিগ্রস্ত হয়। এরপর আমি প্যারাস্যুট করে যখন মাটিতে পা রাখি, তখন আমার হাতে পিস্তল ছিল।

তিনি বলেন, সেখানে অনেক মানুষ ছিল। আমার কাছে নিজেকে রক্ষা করার একটাই উপায় ছিল। আমি আমার পিস্তল ফেলে দিই এবং দৌড়াতে শুরু করি। সেখানকার মানুষ আমাকে ধরে ফেলে। তারা খুবই উত্তেজিত ছিল। ঠিক তখনই  পাকিস্তানি সেনাবাহিনীর দুই কর্মকর্তা এসে আমাকে রক্ষা করেন।

ভারতীয় পাইলট বলেন, পাকিস্তানের সেনাবাহিনী খুবই প্রফেশনাল। আমি এখানে স্বস্তিবোধ করেছি। এজন্য আমি খুবই ‘ইম্প্রেসড’।

K/K/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে