71

বিডি নীয়ালা নিউজ(২৩ই মার্চ১৬)-বিনোদন ডেস্কঃ মুক্তিযুদ্ধভিত্তিক শিশুতোষ চলচ্চিত্র ‘একাত্তরের ক্ষুদিরাম’।

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মান্নান হীরা। আর এই ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে চ্যানেল আইতে ২৬ মার্চ বিকেল ২.৪০ মিনিটে।

ছবিটির গল্প সম্পর্কে নির্মাতা বলেন, মুক্তিযুদ্ধে যে নানা ধরনের নানা বয়সের মানুষের অংশগ্রহণ ছিল তারই প্রতফলন দেখা যাবে এই চলচ্চিত্রে। এই চলচ্চিত্রে গল্পের মধ্যে নাটক আবার নাটকের মধ্যে গল্প। এখানে দর্শক ১৯৭১ সালের মুক্তি যুদ্ধে ভারত বর্ষের ক্ষুদিরামকে খুজে পাবে।’ ছবিটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায়। এতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, ড. ইনামুল হক, মোমেনা চৌধুরী, মুন্সী মজনু, চঞ্চল, চিত্র ছবি, ফিরোজ আল মামুন, সাজু প্রমুখ। শিশুশিল্পীদের মধ্যে রয়েছে স্বচ্ছ, রুদ্র, শাকিল, অন্তরা, মধুমনি, মুন্না, জুয়েল মিজি প্রমুখ। চলচ্চিত্রটির চিত্রগ্রাহক মাহফুজুর রহমান, শিল্প নির্দেশক উত্তম গুহ, সহযোগী নির্দেশক এম এ আউয়াল, প্রধান সহকারী পরিচালক মো. শফিউল্লাহ সোহাগ ও সঙ্গীত পরিচালনায় আছেন সুজেয় শ্যাম।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে