ডেস্ক রিপোর্টঃ সদ্যঃপ্রয়াত পলান সরকারকে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। একুশে পদকপ্রাপ্ত পলান সরকারের মৃত্যুর খবরে অসংখ্য মানুষ ছুটে আসেন তাঁর বাসস্থানে।

আজ শনিবার সকাল ১০টায় ১৮ মিনিটে স্থানীয় বাউসা হারুন-অর-রশিদ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক গোরস্থানে দাফনের কাজ সম্পন্ন হয়।

এর আগে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বাঘা থানাসহ স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

শুক্রবার দুপুর ১২টা ২০ মিনিটে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর।

পলান সরকারের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা পূর্বপাড়া গ্রাামে। নিজের টাকায় বই কিনে পাঠকের বাড়ি বাড়ি পৌঁছে দিতেন পলান সরকার। বই পড়ার এমন আন্দোলন গড়ে তোলার জন্য তাকে ২০১১ সালে একুশে পদকে ভূষিত করা হয়।

K/K/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে