ডেস্ক রিপোর্টঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৮-১৯ সেশনের বি ইউনিট অধিভুক্ত কলা ও মানববিদ্যা অনুষদের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এ বছর ‘খ’ ইউনিটে পাস করেছে ৪৪.৪৫ শতাংশ। ফেল করেছে ৫৬ শতাংশ।

রবিবার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করেন।

পরীক্ষার ফলাফল এবং ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানা যাবে। এছাড়া CU KHA লিখে রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ ভর্তিচ্ছুরা ফল জানতে পারবেন।

জানা যায়, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিল ২৭ হাজার ৬৪৮ ভর্তিচ্ছু শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ১২ হাজার ২৯০ জন শিক্ষার্থী। ‘খ’ ইউনিটের অধীনে আসন রয়েছে ১ হাজার ২২১টি।

ডেপুটি রেজিস্টার (একাডেমিক) এস এম আকবর হোসেন বলেন, পাসকৃত শিক্ষার্থীরা আগামী ৪ নভেম্বর হতে ৮ নভেম্বর পর্যন্ত ওয়েবসাইটে পছন্দ তালিকা পূরণ করতে পারবেন।

B/P/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে