ডেস্ক রিপোর্টঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। আজ রবিবার সাড়ে ১১টার দিকে সংঘর্ষ শুরু হয়।

৬ ছাত্রলীগ কর্মীর নিঃশর্ত মুক্তিসহ চার দফা দাবিতে আজ রবিবার সকাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনিদির্ষ্টকালের ধর্মঘট চলছে। ফলে বিশ্ববিদ্যালয় থেকে ছেড়ে যায়নি শিক্ষকদের বাস। বন্ধ রয়েছে দোকান পাট। শাটল চলাচলও বন্ধ করে দিয়েছে আন্দোলনরত ছাত্রলীগ কর্মীরা।গত মঙ্গলবার ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ চলাকালীন ওই ৬ ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে দেশীয় অস্ত্র মামলায় কোর্টে চালান দেয় চট্টগ্রামের হাটহাজারী মডেল থানা পুলিশ।  

রবিবার আন্দোলনকারী ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টের প্রধান গেইট তালাবন্ধ করে জিরো পয়েন্টে অবস্থান নেয়। প্রধান ফটক হয়ে পুলিশের একটি গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করলে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এসময় পুলিশ নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করলে সংঘর্ষ শুরু হয়।  পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ছে ছাত্রলীগ নেতাকর্মীরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করছে।

B/P/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে