আহমদ রেজা, চট্রগ্রাম জেলা প্রতিনিধি: চট্রগ্রাম শহর একটি ব্যস্ততম শহর প্রতিটা মানুষ নিজেদের জীবিকার তাগিদের ব্যস্ত হয়ে ছুটে চলে বিভিন্ন কর্মক্ষেত্রে সেই সাথে চলতে হয় দূরে কর্মস্থলে যাওয়ার জন্য বহন হিসাবে প্রয়োজন পরিবহন।

চট্রগ্রাম একটি ব্যস্ততম ও শিল্প নগরের উন্নয়নে রপ্তানি আমদানির একটি ক্ষেত এর পাশা পাশি বিমান বন্দর, থেকে ফ্রিপোর্ট ব্যবসায়ী কর্ম সংস্থা আগ্রবাদ, নিউমাকের্ট, চকবাজার,জি সি, ২নং গেইট, বহাদ্দার হাট বিভিন্ন স্থানে দীর্ঘ যানজট প্রতিনিয়ত।

ট্রাফিক পুলিশ থাকলে ও মানছেনা চালক অনিময়ে বাড়ছে দিন যানজট দূ্র্ভোগে জন সাধারণের মানা হচ্ছে না নিয়ম।

কিছু কিছু স্থানে ট্রাফিক পুলিশ থাকে ও অনেকাংশ স্থানে দেখা মিলেনা ট্রাফিকদের। প্রসাশনের দৃষ্টি আকর্ষণ জরুরী ট্রাফিক আইনের আওতাধীন করে সঠিক আইন প্রনায়নে কঠোর হওয়া জরুরী।

বহাদ্দার হাট বাজার চৌরাস্তার প্রতি সেকেন্ড লেগে থাকে যাবনজট হেল্পার ট্রাফিক নিয়মের বাহিরে দুই পাশে ব্লক করে নিজের গাড়ি পার করছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে