আজিজ খান, গোলাপগঞ্জ প্রতিনিধিঃ গোলাপগঞ্জ প্রেসক্লাবের বিরোধ নিরসনের লক্ষ্যে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার(৩ নভেম্বর) বিকাল ৩টায় উপজেলার ধারাবহর একমাইল প্রেসক্লাব ভবনে প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল হক এনামের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সাবেক সেক্রেটারী ইউনুছ চৌধুরীর সঞ্চালনায় সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক ইমরান আহমদ। গীতা পাঠ করেন সাংবাদিক দীনেশ দেব নাথ। সভায় গত ১ অক্টোবর ২০২২ইং গোলাপগঞ্জ প্রেসক্লাবের ঘোষীত কমিটি নিয়ে বিরোধ নিরসনের লক্ষ্যে ব্যাপক আলোচনা শেষে সর্ব সম্মতিক্রমে ঘোষীত কমিটিকে অন্তর্বতীকালিন কমিটি ঘোষনা করে ৩ নভেম্বর ২০২২ইং তারিখে কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়।

সভায় সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা আব্দুল জলিলকে প্রধান আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন সাবেক সভাপতি শহীদুর রহমান সুহেদ, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন আলম সাহেদ, সাবেক সহ সভাপতি রতন মনী চন্দ, সাবেক সহ সভাপতি মোহাম্মদ আব্দুল কুদ্দুস ।

আহবায়ক কমিটি আগামী ৩০ জানুয়ারী ২০২৩ইং সালের মধ্যে প্রেসক্লাবের সংবিধান প্রণয়ন, সদস্য তালিকা হালানাগাদ, নতুন সদস্য অন্তর্ভূক্তি এবং নির্বাচন পরিচালনা করে নির্বাচিত কমিটির নিকট দায়ীত্ব হস্তানান্তর করবেন।

সাধারন সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ, শহিদুর রহমান সুহেদ, এনামুল হক এনাম, সাবেক সিনিয়র সহসভাপতি রতন মনী চন্দ, সাবেক সহসভাপতি মোহাম্মদ আব্দুল কুদ্দুছ, জহুরুল ইসলাম, সাবেক সেক্রেটারী মাহবুবুর রহমান চৌধুরী, ইউনুছ আহমদ চৌধুরী, সাবেক সহ সাধারন সম্পাদক এম আব্দুল জলিল, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিন আলম সাহেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক হারিছ আলী, সাবেক কোষাধ্যক্ষ জালাল আহমদ চৌধুরী, সাবেক দফতর সম্পাদক ইমরান আহমদ, সাবেক নির্বাহী সদস্য দীনেশ দেব নাথ, আব্দুল আহাদ, এ.কে সুমন, দৈনিক আলোকিত সিলেট প্রতিনিধি আনোয়ার হুমায়ুন, দৈনিক একাত্তরের কথার স্টাফ রিপোর্টার সাকিব আল মামুন, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি মাহমুদুল হাসান বাচ্চু, দৈনিক সিলেট মিরর প্রতিনিধি আফসর আহমদ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে