ccc

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্টের উদ্যোগে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানে ৬ লক্ষ টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠান দু’টি হচ্ছে- উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের কৈলাশ শাহ নুর আলিয়া মাদ্রাসা ও ঢাকাদক্ষিণ ইউনিয়নের হাজী আব্দুস সহিদ মহিলা আলিম মাদ্রাসা। এ উপলক্ষে গত বৃস্পতিবার বেলা ১১টায় কৈলাশ শাহ্ নুর আলিয়া মাদ্রাসা মাঠে এক অনুষ্ঠানে আয়োজন করা হয়। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মুকিত ললাইর সভাপতিত্বে, সহকারী সুপার মাওলানা মো. আব্দুস সালাম আনসারীর উপস্থাপনায় ও শিক্ষার্থী হাফিজ মো. কামরুল ইসলামের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি ফজলুল হক ফজলু আমরা দীর্ঘ ১৮ বছর থেকে গোলাপগঞ্জ উপজেলার শিক্ষার মানউন্নয়নে কাজ করে যাচ্ছি। বিগত দিনে আমরা শিক্ষার্থী পর্যায়ে বৃত্তি ও প্রতিষ্ঠান পর্যায়ের ছোট ছোট অনুদান দিয়ে এসেছি। এবারই আমরা প্রথম প্রতিষ্ঠান পর্যায়ে এককালীন অনুদানের প্রদান করছি। আমরা আশা করি এ অনুদানের মাধ্যমে প্রতিষ্ঠান গুলোতে উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা সুপার মাওলানা এনামুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের সাধারণ সম্পাদক মখন মিয়া, ট্রাস্টিশিপ সেক্রেটারী ফারুক মিয়া, এটিএন বাংলা ইউকে’র সিলেট বুরে‌্যা প্রধান শফিকুল ইসলাম সফিক, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী। উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য আতিকুল ইসলাম, ছালিক আহমদ, আশুক মিয়া, কামাল উদ্দিন, এলাকার প্রবীণ ব্যক্তিত্ব আলতাব আলী লন্ডনী। সভায় ইসলামী সংগীত উপস্থাপন করেন মাদ্রাসা শিক্ষার্থী সেলিনা বেগম। অতিথিদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন মাদ্রাসার শিক্ষার্থী। আলোচনা শেষে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও সুপারের হাতে ৩ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন ট্রাস্টের নেতৃবৃন্দ।

এদিকে বেলা ২টায় ঢাকাদক্ষিণ ইউনিয়নের হাজী আব্দুস সহিদ মহিলা আলিয়া মাদ্রাসায় পরিচালনা কমিটির সভাপতি হাজী আব্দুস সহিদ তোতা মিয়ার সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক পরিচালনায় অনুষ্ঠিত অনুদান বিরতণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্টের সভাপতি ফজলুল হক ফজলু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ট্রাস্টের সাধারণ সম্পাদক মখন মিয়া, এটিএন বাংলা ইউকে’র সিলেট বুরে‌্যা প্রধান শফিকুল ইসলাম সফিক, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম। সহকারী শিক্ষক মাওলানা বোরহান উদ্দিনের উপস্থাপনায় বক্তব্য রাখেন সহকারী সুপার মাওলানা কামাল উদ্দিন। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষক মাওলানা গৌছ উদ্দিন, ইসলামী সংগীত পরিবেশন করেন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মরিয়ম আক্তার। আলোচনা সভা শেষে মাদ্রাসা পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাছে ৩ লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন ট্রাস্টের সভাপতি ও সাধারণ সম্পাদক।

উল্লেখ্য ১৯৯৮ সালের প্রতিষ্ঠিত এ ট্রাস্টের মাধ্যমে ইতিমধ্যে উপজেলার ৬৫টি স্কুল ও মাদ্রাসায় কম্পিউটার, শিক্ষক প্রশিক্ষণ ও অধ্যয়ণরত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে প্রায় ২ কোটি টাকার অনুদান বিতরণ করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে