গুলরোখ মনি

gulrokh-moni

ভালবাসি তোমায়”

ওই তো! ওই তো সেদিন
যেদিন ভালবেসেছিলে আমায়
বলেছিলে শাহনামার ফেরদৌসের রুপ তুমি,
এসো তোমাতে আমাতে মিলে একাকার হয়ে যাই।
আহ্! সেদিনের অহমিকায় হারিয়ে গেলে                                                             তুমি বিদীর্ন মাঠঘাট পেরিয়ে দূর নীলিমায়!
ক্ষমিয় আমায়! এসো প্রিয় বল ভালবাসি তোমায়।।
কাঠফাটা রৌদ্রের পিপাসিত কাকের ন্যায় তনুমনকে শান্ত কর,
উত্তপ্ত বালুকাময় মরুভূমিতে গজিয়ে ওঠা মাতৃ গাছটিতে বারি দাও
এসো প্রিয়! বল ভালবাসি তোমায়।।

সদ্যফোটা কৃষ্ণচুড়ার রক্তিম আভায় প্রজ্বলিত হয়ে উঠেছে আমার গণ্ডদেশ,
হেরেমের সানাইয়ের সুরে পান কর শরাব
বিভোর হও হারিয়ে যাও মর্ত্যলোকে
এসো প্রিয়! বল ভালবাসি তোমায়।।

খোকা খুকু

আয়রে খোকা ; আয়রে খুকুু!
দেখবি যাবি ঐ,
নানান মজার খেলনা দেব;
হুর পরীদের ঐ |
মিষ্টি সুরের গান শুনাব
মিষ্টি পাখির ঐ,
করছে মজা সব পাখিরা
দুরের মাঠে ঐ |
মনের সুখে করব গোসল
নদী র ঘাটে ঐ,
মাছ ধরবো জামা দিয়ে
আনব ছুটে ঐ |
আকাশ জুড়ে তারার মেলা
করছে ছুটোছুটি,
ফুলবাগানে ফুলপরীরা
খেলছে জুটিজুটি ||
আয়রে খোকা ! আয়রে খুকু!
দেখবি যাবি ঐ,

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে