মো:সাব্বির হোসেন রনি, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধায় জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে শিল্প কারখানা দূষণ নিয়ন্ত্রণ,উন্নত প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ইটভাটা স্থাপন ও ইটের বিকল্প ব্লক ব্যবহারে উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

(১৫ই নভেম্বর মঙ্গলবার) গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে শিল্প কারখানা দূষণ নিয়ন্ত্রণ,উন্নত প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ইটভাটা স্থাপন ও ইটের বিকল্প ব্লক ব্যবহারে উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মতবিনিময় সভায় গাইবান্ধা জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় রংপুর বিভাগীয় পরিবেশ অধিদপ্তর কতৃক আয়োজনে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা প্রশাসক মো. অলিউর রহমান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন।

উক্ত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহিদ হাসান সিদ্দীক।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, গাইবান্ধা ডায়াবেটিক সমিতির সভাপতি গোবিন্দ লাল দাস, গাইবান্ধা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, জেলা অটোরাইস মিলের সভাপতি নাজির হোসেন প্রধান, জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি আব্দুল লতিফ হক্কানী, সাধারণ সম্পাদক আবদুল কাদির ফুল, গোবিন্দগঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতি সভাপতি মো. তাহেদুল ইসলাম, গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টিজের সাবেক সভাপতি শাহজাদা আনোয়ারুল কাদিরসহ আরো অনেকে উপস্থিত ছিলেন প্রমুখ।

জেলা প্রশাসক মো. অলিউর রহমান তাঁর বক্তব্যে বলেন, পরিবেশকে ঠিক রেখে আমাদের সকল উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করতে হবে। এজন্য জনসচেতনতা সৃষ্টিতে আমাদের সকলকেই ভুমিকা রাখতে হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে