গত কিছুদিন ধরে সোশ্যাল সাইটে কয়েকটি ছবি ভাইরাল হয়ে গেছে, যেগুলোতে দেখা যাচ্ছে গরুর চোখে কাঁচামরিচ ঢুকিয়ে দিয়েছে ব্যবসায়ীরা! গরু যাতে ঘুমিয়ে পড়তে না পারে সেজন্য এই বহুদিন ধরেই এমন নৃশংস পন্থা অবলম্বন করা হয়। সোশ্যাল সাইটে তীব্র নিন্দা আর প্রতিবাদের ঝড় উঠেছে অবলা প্রাণীর সঙ্গে মানুষের এমন পৈশাচিকতা দেখে। প্রতিবাদে সরব হয়েছেন জাতীয় দলে তরুণ হার্ডহিটার সাব্বির রহমান।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে সাব্বির লিখেছেন, ‘কী ভয়াবহ! মানুষ কীভাবে গবাদি পশুদের এরকম পৈশাচিক অত্যাচার করতে পারে!? বাংলাদেশে যেভাবে গরু পরিবহন করা হয় তা রীতিমত ফৌজদারী অপরাধের পর্যায়ে পড়ে। এই ছবিগুলো দেখাচ্ছে সেই অপরাধ কতটা ভয়বহ! গরুগুলো যেন ট্রাকে শুয়ে না পড়ে সে জন্য তাদেরকে জাগিয়ে রাখতে চোখের ভেতর মরিচ ভেঙে গুজে দেয়া হয়েছে! কারণ শুয়ে পড়লে দুটি গরুর জায়গা দখল হবে।’

তিনি আরও লিখেন, ‘ভারতের বর্ডার থেকে দেড়- দুই দিন এভাবে গরুগুলো ট্রাকে দাঁড়িয়ে থাকে। এই ধরনের নিকৃষ্টতম ক্রুরতা এবং বীভৎসতা কেবলমাত্র মানুষের পক্ষেই দেখানো সম্ভব। এইসব ইতরদের শাস্তির জন্য কী আইন আছে জানি না। তবে তারা যে চরম শাস্তিযোগ্য অপরাধ করেছে তাতে কোনো সন্দেহ নেই। এটা যে শাস্তিযোগ্য অপরাধ সেটাই জনগণের অনেকে বোঝে না।’

B/P/N.


একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে